ধর্ম

অবশেষে সৌদি ভ্রমণের সুযোগ পাবে ওমরাকারীরা

ওমরাহ ভিসায় পবিত্র নগরী মক্কা-মদিনা ও জেদ্দা-তায়েফ ছাড়া আর কোনো শহরে যাওয়া সম্ভব ছিল না। এবার সৌদি সরকার ওমরাহ ভিসায় যাওয়া লোকদের জন্য দেশটির সব শহর ঘুরে দেখার অনুমতি দিয়েছে। এ ঘোষণার ফলে ওমরাহ পালনকারী পুরো সৌদি আরব ঘুরে দেখতে পারবে। খবর খালিজ টাইমস।

Advertisement

ওমরাহ পালনকারীদের জন্য পবিত্র মক্কা-মদিনা পরিদর্শনে ন্যূনতম ১৫ দিন সময় ব্যয় করা উচিত। ওমরাহ পালনকারীদেরকে ৩০ দিনের ভিসা অনুমোদন করা হবে। যাতে তারা সৌদির অন্যান্য শহরও ঘুরে দেখতে পারে।

সৌদি ওমরাহ ও হজ মন্ত্রণালয়ের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান জানান, ওমরাহ পালনকারীদের জন্য ৩০ দিনের ইস্যু করা ভিসায় প্রধান দুই মসজিদ ভ্রমণে তাদেরকে ১৫ দিনি সৌদিতে অবস্থান করতে হবে।

এ বছর (১৪৪০ হিজরি সনের) চলতি মাসের প্রথম সপ্তাহে ১০০০ লোক ওমরাহ পালনে মক্কা-মদিনায় পৌছেছেন। আর গত ৪ দিনে প্রায় ২৫ হাজারের বেশি ওমরাহ ভিসা ইস্যু করা হয়েছে।

Advertisement

সৌদি আরব তেল নির্ভর দেশ হলেও পর্যটন শিল্পে নিজেদের অর্থনৈতিক নির্ভরতা বাড়াতে এমন পদক্ষেপ নিচ্ছে বলা ধরণা করা হয়।

এমএমএস/পিআর