খেলাধুলা

ভারতকে কাঁপিয়ে দিচ্ছে হংকং

এত কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে কখনও ভাবতে পারনি ক্রিকেটের মোড়ল ভারত। হংকংয়ের মতো পুঁচকে একটি দেশের কোনো ব্যাটসম্যানকে এখনও পর্যন্ত আউট করতে পারেনি ভারতীয় বোলাররা। অথচ, ইতোমধ্যেই ৩৩ ওভার পার হয়ে গেছে। হংকংও স্কোরবোর্ডে রান তুলে ফেলেছে ১৬৭।

Advertisement

হংকংয়ের দুই ওপেনার নিজাকাত খান এবং অংশমান রাথ মনে হয় যেন ভারতীয় বোলারদের সামনে হিমালয় পর্বত। তাদেরকে নড়ানো যায় না, টলানো যায় না। ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, শার্দুল ঠাকুর, ইউযবেন্দ্র চাহাল, কুলদ্বীপ যাদব এবং কেদার যাদব- এই ছয় বোলার একের পর এক চেষ্টা করেও পারছে না হংকংয়ের দুই ওপেনারের মধ্যে ফাটল ধরাতে।

এই জুটি শেষ পর্যন্ত এভাবে ব্যাট করে যেতে থাকলে হয়তো বা ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অঘটনটি ঘটেও যেতে পারে। ভারতকে হারিয়ে দিতে পারে হংকং।

জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে হংকং এখনও পর্যন্ত করেছেন ১৬৭ রান। ৩৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে নিজাকাত খান ৮৭ এবং অংশুমান রাথ ব্যাট করছেন ৭১ রান নিয়ে। নিশ্চিত অর্থেই ভারতকে কাঁপিয়ে দিচ্ছে হংকং।

Advertisement

আইএইচএস/