প্রবাস

মালয়েশিয়ায় এক বাংলাদেশির ৬ বছরের কারাদণ্ড

মালয়েশিয়ার জহরবারুতে মো. মহিউদ্দিন মামুন (৪০) নামে এক বাংলাদেশিকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সেইসঙ্গে ৩০ হাজার রিঙ্গিত (৬ লাখ টাকা) জরিমানা করা হয়েছে তাকে।

Advertisement

আদালত সূত্রে জানা গেছে, ১৪টি পাসপোর্ট এবং টুরিস্ট ভিসার অপব্যবহারের অভিযোগে সোমবার (১৭ সেপ্টেম্বর) এ রায় দেন বিচারক জাহিদাহ মোহাম্মদ ইউসুফ।

পাসপোর্ট অ্যাক্ট-১৯৬৬ এর ১২ (১) (চ) সেকশনের অধীনে অন্য ব্যক্তিদের ১৪টি পাসপোর্ট রাখার দায়ে ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩৯ (খ) এর অধীনে একজন ভিজিটর পাসের অপব্যবহারে, ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩ এর ধারা ৫৬ (১ এ) (এ) মোতাবেক তাকে এই জেল-জরিমানা করা হয়েছে।

২৭ আগস্ট রাত ৪টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জালান ওয়ং আহ ফুক, জহরবারুতে ভাড়াটে বাড়ি থেকে মহিউদ্দিনকে গ্রেফতার করা হয়।

Advertisement

জেডএ/বিএ