দেশজুড়ে

ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত আব্দুল ওহাব (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আব্দুল ওহাব উপজেলার বড়মৌকুড় গ্রামের ছমির উদ্দিনের ছেলে।এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে বড়মৌকুড় গ্রামের জালাল উদ্দিনের গরু প্রতিবেশী মিজানুর রহমানের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর এক পর্যায়ে দু’গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আব্দুল ওহাবসহ ১২ জন আহত হন। আহতদের মধ্যে আব্দুল ওহাবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। তার অবস্থার আরো অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হাশেম খাঁন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার বড়মৌকুড় গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে আহত আব্দুল ওহাব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মৃত্যু খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসএস/এমএস

Advertisement