বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বাষির্কী উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনের সামনে থেকে তারা রওনা দেন।আওয়ামী লীগের সভাপতিমন্ডিলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবীর নানক প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন। বুধবার দুপুর ১টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পার্ঘ্য অর্পণ, দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করবেন তারা।এএসএস/আরএস/এমএস
Advertisement