খেলাধুলা

মারিয়া-আঁখিদের সামনে এবার লেবানন

বাহরাইনের জালে গুনে গুনে ১০ গোল দেয়া বাংলাদেশ কিশোরীরা দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে বুধবার। মারিয়া-আঁখিদের সামনে এবার লেবানন। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের এ ম্যাচটি শুরু হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ১১ টায়।

Advertisement

চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ‘এফ’ গ্রুপে যে দুটি দল নিয়ে বাংলাদেশের একটু ভাবতে হচ্ছে, তার একটি লেবানন। দুই ম্যাচের দুটিতে জিতে যারা এখন গ্রুপের শীর্ষে। কেবল বাংলাদেশ নয়, প্রতিপক্ষে জালে বল পাঠাতে লেবাননের মেয়েরাও যে পারদর্শী তারা দেখিয়েছে নিজেদের প্রথম দুই ম্যাচে।

বাহরাইনের জালে ৮ গোল দেয়া লেবানন দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে জিতেছে ৬-৩ গোলে। বাংলাদেশ ও লেবাননের শক্তির পার্থক্য কতটুকু তা বোঝা যাবে বুধবারের এ ম্যাচে।

বাংলাদেশ ম্যাচ বাই ম্যাচ ভালো করে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠতে চায়। কোচ গোলাম রব্বানী ছোটন সব সময়ই বলে আসছেন, তার কাছে সব প্রতিপক্ষই সমান। প্রতিটা ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে তার দল।

Advertisement

আরআই/এমএমআর/এমএস