জাতীয়

নদী ভাঙনে পাউবোর কন্ট্রোল রুম চালু

দেশের বিভিন্ন নদ-নদী ভাঙনের তথ্য উপাত্ত সংগ্রহ, পর্যবেক্ষণ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণে ‘কন্ট্রোল রুম (নিয়ন্ত্রণ কক্ষ)’ খুলেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

Advertisement

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে কন্ট্রোল রুম গঠন করে আদেশ জারি করা হয়েছে। কন্ট্রোল রুমের অবস্থান রাজধানীর ওয়াপদা ভবনের নবম তলায়। এর সার্বিক দায়িত্বে থাকবেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূইয়া।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই কন্ট্রোল রুম চালু থাকবে বলে আদেশে বলা হয়েছে।

পাউবোর মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলীদের ভাঙনের প্রকৃতি, পরিমাণ ও ভয়াবহতার বিষয়ে কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ করা হয়েছে।

Advertisement

নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৯৫৫৩১১৮ ও ৯৫৫০৭৫৫, ফ্যাক্স-৯৫৫৭৩৮৬। ই-মেইল arif81_bwdb@yahoo.com।

কন্ট্রোল রুমে দায়িত্ব পালনের জন্য তিন কর্মদিবসের (১৮, ১৯ ও ২০ সেপ্টেম্বর) একটি রোস্টারও তৈরি করে দেয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্যা পূর্বাভাসও সতর্কীকরণ কেন্দ্রের সব কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের ছুটিও বাতিল করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আরএমএম/এএইচ/এমএস

Advertisement