দেশজুড়ে

তিন দফা দাবিতে নেত্রকোনায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ছাত্র সমাজের তিন দফা দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নেত্রকোনায় সাধারণ ছাত্র পরিষদ।

Advertisement

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ করে।

এসময় মানববন্ধনে বক্তরা- পাঁচ দফার আলোকে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার, মিথ্যা ভিত্তিহীন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও হামলাকারীদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

এতে বক্তব্য রাখেন- সংগঠনের জেলা শাখার আহ্বায়ক ফাহিম রহমান খান পাঠান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আসাদ তালুকদার, যুগ্ম আহ্বায়ক ইমরান হোসাইন ইমন, সাদ্দাম হোসেন, রকিবুল ইসলাম, জাকারিয়া তায়িব ও শামীম উসমান প্রমুখ।

Advertisement

কামাল হোসাইন/আরএ/পিআর