চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের শাংলুও নগরে ভূমিধসে ৪০ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর একটি খনি কোম্পানির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এএফপির।ওই নগরের স্থানীয় সরকারি সূত্র জানায়, ভূমিধসে খনির কর্মীদের থাকার ১৫টি ডরমিটরি (থাকার বড় ঘর) ও তিনটি আবাসিক ভবন মাটিতে দেবে যায়।ভূমিধসে আহত এক ব্যক্তি বলেন, ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হচ্ছে।এছাড়া দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, চীনে বর্তমান বর্ষা মৌসুম চলায় খারাপ আবহাওয়া বিরাজ করছে।আরএস/এমএস
Advertisement