গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল জাতীয় উদ্যানের ২নং গেটের সামনে আসামিবাহী প্রিজনভ্যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই আসামিসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সামনে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন, মানবতারোধী অপরাধের মামলার আসামি আমজাদ হোসেন (৯৫) ও রিয়াজ (৭০)। এছাড়া প্রিজনভ্যানের চালক মো. মেহেদি, কনস্টেবল মো. ওয়াসিম, হাবিলদার নূরু উদ্দিন ও নায়েক মুস্তাফিজ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠায়।নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাওছার আহাম্মেদ জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মানবতারোধী অপরাধের মামলার আসামি আমজাদ হোসেন ও রিয়াজকে একটি প্রিজনভ্যানে করে ঢাকায় আদালতে নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে প্রিজনভ্যানটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকার ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মাসুদ রানা জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পুলিশের নায়েক মোস্তাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নাওয়াজের হাইওয়ে পুলিশে উপ-পরিদর্শক (এসআই) বাহার আলম জানান, প্রিজনভ্যান ও বাসটি উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস
Advertisement