সোমবার ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনাল ম্যাচে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। টুর্নামেন্টের ছয় বছরের ইতিহাসে তিন বারই শিরোপা গিয়েছে ত্রিনবাগোর ট্রফি ক্যাবিনেটে। এবারসহ চারবার ফাইনাল খেলেও শিরোপার মুখ দেখা হয়নি গায়ানার।
Advertisement
পরিসংখ্যানের বিচারের আগের যেকোনো আসরকে ছাড়িয়ে গেছে এবারের সিপিএল। সংখ্যা, রেকর্ড কিংবা অদ্ভুতুড়ে সব কাণ্ডে গত পাঁচ আসরের চেয়ে বর্ণিল ছিল এবারের আসর। একনজরে দেখে নেয়া যাক আগের আসরগুলোর তুলনায় এবারের আসরের পরিসংখ্যানগত ব্যবধান:
সর্বোচ্চ ২০০ রানের ইনিংস: সিপিএলের আগের পাঁচ আসর মিলিয়ে দেখা মিলেছিল মাত্র ৬টি দুইশ রানের দলীয় ইনিংস। সেখানে এবারের আসরেই ৯ বার ২০০ পেরিয়েছে দলগুলো। এমনকি এক ম্যাচে দুই দলেরই ২০০ পেরুনোর রেকর্ডও হয়েছে এবারের আসরে।
সর্বোচ্চ ছক্কা: আগের পাঁচ আসরের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হয়েছিল ২০১৬ সালের সিপিএলে। সেবার ৪৫৫ বার বল আছড়ে পড়েছিল গ্যালারীতে। এবারই প্রথমবারের মতো ৫০০ ছক্কার মুখ দেখেছে সিপিএল। সর্বমোট ৫১৪টি ছক্কা হয়েছে এবার।
Advertisement
সর্বোচ্চ রানরেট: সিপিএলের আগের আসরগুলোয় গড়ে ওভারপ্রতি রান হতো সাড়ে সাত করে। সেখানে এবারের আসরের ৩২ ম্যাচ গড় রানরেট ৮.৫২।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: বার্বাডোজ ট্রাইডেন্টসের বিপক্ষে এবারের আসরে সেন্ট লুসিয়া স্টার্সের করা ২২৬ রানই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ দলীয় সংগ্রহ।
রান তাড়া করে সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ত্রিনবাগো নাইট রাইডার্সের করা ২২৩ রানের লক্ষ্য তাড়া করে ২২৪ রান করেছিল জ্যামাইকা তালাওয়াজ। টুর্নামেন্টের ইতিহাসে এটিই রান তাড়া করে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে দুই মৌসুম আগে ত্রিনবাগোর বিপক্ষেই ১৯২ রান তাড়া করে রেকর্ড গড়েছিল জ্যামাইকা।
সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ: এবারের আসরে ৫৬৭ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো। এর আগে ২০১৭ সালের আসরে ৪৫৮ রান করে এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন চ্যাডউইক ওয়াল্টন।
Advertisement
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ২২৩ রান তাড়া করার ম্যাচে ১২১ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। টুর্নামেন্টের ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এর আগে ২০১৪ সালের আসরে ১১১ রানের ইনিংস খেলে শীর্ষে ছিলেন ক্রিস গেইল।
সর্বোচ্চ জুটির রেকর্ড: ২২৩ রান তাড়া করার পথে কেমার লুইসকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৬১ রানের জুটি গড়েছিলেন রাসেল। টুর্নামেন্টের ইতিহাসে এটিই যৌথভাবে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি। এছাড়াও সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে ষষ্ঠ উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি।
এসএএস/জেআইএম