বিনোদন

রাধিকার পিঠে হাত বোলাতে চেয়েছিলেন এক অভিনেতা

‘কাস্টিং কাউচ’ বলিউড ইন্ডাস্ট্রির নির্মম বাস্তবতা। এ কথা অনেক তরকা শিল্পী প্রকাশ্যে স্বীকার করে নিলেও অনেকে তা লুকিয়ে রাখেন। কাস্টিং কাউচের শিকার শুধু যে নারী অভিনেত্রীরাই তা নয়, কখনও কখনও পুরুষেরাও শিকার হন। চুপ করে থাকেন। তবে এ ক্ষেত্রে অভিনেত্রী রাধিকা আপ্তে অন্য রকম। ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রক ২০১৮’তে বলিউডের অনেক বিষয় নিয়েই মুখ খুলেছেন তিনি।

Advertisement

৩৩ বছরের রাধিকার কথায়, শুধু মহিলারাই নয়, এক্ষেত্রে পুরুষদেরও বিষয়টি নিয়ে মুখ খোলা দরকার। তাহলেই কাস্টিং কাউচের ঘটনা আটকানো যাবে। এ সময় নিজের এক ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

রাধিকার বলেন, ‘সম্প্রতি আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে। শ্যুটিং শেষ করে আমি আমার ঘরে ফেরার জন্য লিফটে উঠছি, সে সময় সেই লিফটে আরও এক ব্যক্তি উঠেছিল। ওই ব্যক্তিও আমার সঙ্গে একই ফিল্মে কাজ করছিল, তবে আমাদের মধ্যে তেমন কথা হয়নি। আসলে কথা বলার প্রয়োজন পড়েনি। লিফটে হঠাতই ওই ব্যক্তি আমায় বলে, আমার জানার দরকার রাতে কি কোনোভাবে আমাকে তোমার প্রয়োজন হতে পারে? মধ্যরাতে এসে আমি তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারি।’

রাধিকা আরও বলেন, ‘যদিও ওই ছবির শ্যুটিং সেটের পরিবেশ অনেকটাই স্বাভাবিক ও স্বচ্ছন্দ ছিল। ওই ঘটনার কথা আমি ছবির পরিচালককে জানিয়েছিলাম, তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলেন। পরে পরিচালক আমায় জানিয়েছিলেন, আসলে ওই ব্যক্তি এ ধরনের পরিবেশেই অভ্যস্ত, তাই ওর পক্ষে বোঝা সম্ভব হয়নি যে, এটা আমার কাছে খুবই অস্বস্তিকর, অপমানজনক ছিল। পরে অবশ্য ওই ব্যক্তি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন।’

Advertisement

বলিউডের এ অভিনেত্রী বলেন, ‘আসলে সবই ক্ষমতা। এসবই কখনও ধর্মীয়, কখনও যৌন, কখনও বা অর্থনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে। কেউই তাদের ক্ষমতা হারাতে চান না। আর এটাই সর্বত্র চলছে।’

শুধু রাধিকা আপ্তেই নন, সম্প্রতি ‘কাস্টিং কাউচ’ নিয়ে সানি লিওনও মুখ খুলেছেন। নিজের বায়োপিক ‘করণজিত্ কউর: দ্য আনটোল্ড স্টোরি অব সানি লিওন’ ওয়েব সিরিজের প্রচারে চেন্নাইতে কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, ‘কাস্টিং কাউচ সব সময়ই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিলো, এখনো আছে। কাস্টিং কাউচকে যদি আমরা অস্বীকার করি, আমরা এগোতে পারব না। পিছিয়ে পড়ব। আমার নিজের জীবনই তার সবচেয়ে বড় উদাহরণ।’

আরএস/জেআইএম

Advertisement