প্রবাস

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে শুক্রবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে শুক্রবার নিউইয়র্ক সফর করবেন। সফর উপলক্ষে নেত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনারও আয়োজন করছে।

Advertisement

আগামী ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকবেন প্রধানমন্ত্রী।

আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ওই ভাষণে রোহিঙ্গা সংকটসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু স্থান পেতে পারে।

যুক্তরাষ্ট্র সময় ২৩ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছাবেন। সেদিন সন্ধ্যায় নিউইয়র্ক সিটির ম্যানহাটানের হিলটন হোটেলের হলরুমে প্রধানমন্ত্রীর সম্মানে যুক্তরাষ্ট্র আ.লীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করছে।

Advertisement

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেয়ার কথা রয়েছে। শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়সহ বাংলাদেশ সরকার ও বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। শেখ হাসিনা আগামী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্ক ছাড়বেন। লন্ডন হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।

ওইদিন সকালে জনএফকেনেডি (জেএফকে) বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। তবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান অধিবেশনে যাচ্ছেন কি-না তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে, রোহিঙ্গা সঙ্কটের জেরে চাপের মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিচ্ছেন না।

Advertisement

এমআরএম/এমএস