ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আক্তারুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন-সংক্রান্ত রিট মামলা কার্যতালিকা থেকে (আউট অব লিস্ট) বাদ দিয়েছেন হাইকোর্ট।
Advertisement
এ সংক্রান্ত আবেদন শুনানির সময় সোমবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে শুনানি করেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্টপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডাকসু নির্বাচন-সংক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং এ সংক্রান্ত প্রকাশিত খবর আদালতে তুলে ধরে মামলাটির বিরোধিতা করেন।
তখনই রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ আদালত অবমাননার মামলায় অ্যাটর্নি জেনারেলের শুনানির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুললে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে আদালত শুনতে অপারগ জানিয়ে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দিয়ে দেন।
Advertisement
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে একটি রিট হয়েছিল। ওই রিটের রায়ে আদালতের নির্দেশ পাওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন করতে বলেছিল। গতকাল ১৬ সেপ্টেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন, মার্চের ভিতরে নির্বাচন করার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু ইতোমধ্যে আমাদের জাতীয় নির্বাচন। যেহেতু ভিসি বলেছেন, মার্চের মধ্যে ডাকসু নির্বাচন হবে। এই বিষয়টিই আমি কোর্টের গোচরে এনেছি।’
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘এই মুহূর্তে জাতীয় নির্বাচনের প্রশ্নটিই বড়। এবং যে কোনো নির্বাচনের প্রশ্নে বিশেষ করে ছাত্রদের নির্বাচনের প্রশ্নে কোনো রকম বিশৃঙ্খলা হলে জাতীয় নির্বাচনের ওপর একটা বিরূপ প্রভাব পড়বে। জাতীয় নির্বাচনের বিষয়টিই গুরুত্বপূর্ণ বিষয়।’
তাই খবরের কাগজে এ সংক্রান্ত প্রকাশিত খবর দেখে এবং আমার বক্তব্য শুনে আদালত এই আদালত অবমাননার আবেদনটি আপাতত তালিকা থেকে বাদ দিয়েছেন। কোর্ট খোলার পরে এই আবেদনের শুনানি হবে বলে নির্দেশ দিয়েছেন।
এদিকে মনজিল মোরসেদ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে সাংবাদিকদের তিনি বলেন, ‘ডাকসু নির্বাচন নিয়ে আদালত অবমাননার মামলাটি দায়ের করেছিলাম সেখানে অ্যাটর্নি জেনারেল বিবাদীর পক্ষ হয়ে দাঁড়িয়েছেন। আদালত অবমাননার মামলায় রুল জারি হওয়ার আগে কোনো আইনজীবী দাঁড়াতে পারেন না। এমন কোনো বিধান নেই । আর আদালত অবমাননার মামলায় অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল অফিসের কেউ বিবাদীদের পক্ষে দাঁড়াতে পারেন না। সে নিয়ে দুই পক্ষের উত্তপ্ত যুক্তিতর্ক এবং যুক্তিতর্কের যে দৃঢ়তা, সম্ভবত এই কারণে আদালত কিছুটা পিছপা হয়েছেন।’
Advertisement
তিনি আরও বলেন, ‘আমি বলেছিলাম রুল জারি করা হোক। রুল জারি করলে কিছুই হবে না। কিন্তু আদালত সবকিছু শুনে এই মামলাটিকে আউট অব লিস্ট করে দিলেন। এখন আমাদের বিকল্প হল অন্য কোনো কোর্টে যাওয়া।’
এর আগে গত ১২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠানের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করায় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। অন্য দুইজন হলেন-প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিন।
এফএইচ/এসএইচএস/এমএস