জাগো জবস

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার জন্য বাংলার সমাধান : তৃতীয় পর্ব

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন শেষে এখন পরীক্ষার প্রস্তুতি চলছে। যেহেতু লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। ২০১৮ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো। আজ থাকছে তৃতীয় পর্ব-

Advertisement

৪১. ফল পাকলে যে গাছ মরে যায়– উত্তর: ওষধি।

৪২. গবেষণার সন্ধি বিচ্ছেদ– উত্তর: গো+এষণা।

৪৩. কোনটি শুদ্ধ বানান– উত্তর: সন্ন্যাসী।

Advertisement

৪৪. ক্ষ এর বিশ্লিষ্ট রুপ– উত্তর: ক+ষ।

৪৫. ‘যা বলার যোগ্য নয়’ এককথায় বলা হয়– উত্তর: অকথ্য।

৪৬. ইত্যাদি শব্দের সন্ধি বিচ্ছেদ– উত্তর: ইতি+আদি।

৪৭. কোন বানানটি শুদ্ধ– উত্তর: দূষণীয়।

Advertisement

> আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

৪৮. পিতামাতা শব্দটি কোন সমাস– উত্তর: দ্বন্দ্ব সমাস।

৪৯. ‘গোড়ায় গলদ’ বাগধারাটির অর্থ কি– উত্তর: শুরুতে ভুল।

৫০. বাক্যের মৌলিক উপাদান কোনটি– উত্তর: শব্দ।

৫১. কোন বানানটি শুদ্ধ– উত্তর: নিরীহ।

৫২. ‘মেঘে বৃষ্টি হয়’ এখানে মেঘ কোন কারক– উত্তর: অপাদান কারক।

৫৩. ‘মা, তোর বদন খানি মলিন হলে আমি নয়নজলে ভাসি’– চরণটির রচয়িতা– উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

৫৪. ‘সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই’– পঙক্তিটি কে রচনা করেন– উত্তর: চণ্ডীদাস।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নেবেন যেভাবে

৫৫. ‘কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়’– কে আসবেন?উত্তর: জীবনানন্দ দাশ।

৫৬. সেলিনা হোসেনের কোন গ্রন্থ অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে– উত্তর: পোকামাকড়ের ঘরবসতি।

৫৭. কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি– উত্তর: নীলপদ্ম।

৫৮. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’– গানটির প্রথম সুরকার কে?উত্তর: আবদুল লতিফ।

৫৯. বাংলা গদ্যের জনক বলা হয়– উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

৬০. কোন বাক্যে অনুরোধ বোঝানো হয়েছে– উত্তর: তুমি ভাই আমার কাজটি করে দিও তো।

এসইউ/পিআর