দেশজুড়ে

বিদ্যালয়ের ফ্লোর ধসে ৬ শিক্ষার্থী আহত

কুমিল্লার মনোহরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্লোর ধসে পড়ে ৬ শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে।

Advertisement

রোববার দুপুরে উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ক্লাস চলাকালীন এই ধসের ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবেয়া বেগম জানান, দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের ১০ ফুট ফ্লোর ধসে নিচে পড়ে যায়।

এ সময় শ্রেণিকক্ষে থাকা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহমুদা আক্তার, মরিয়ম আক্তার, তাজবিহা আক্তার, আশিকুর রহমান, মো. জিহাদ ও মো. সৌরভ গুরুতর আহত হয়। পরে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Advertisement

ঘটনার খবর পেয়ে দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়া ও মনির হোসেন। এ সময় সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন তারা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব চৌধুরী বলেন, দীর্ঘদিন আগেই বিদ্যালয়ের ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। আমরা প্রতিনিয়ত নতুন একটি ভবন নির্মাণের আবেদন করে আসছি। কিন্তু কর্তৃপক্ষ তাতে সাড়া না দেয়ায় আজ এই হতাহতের ঘটনা ঘটলো।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম

Advertisement