জাতীয়

নন ক্যাডার : সহকারী সচিব হলেন ৬৪ কর্মকর্তা

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৬৪ জন প্রশাসনিক কর্মকর্তা (এও) এবং ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) নন-ক্যাডার কোটায় সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত বৃহস্পতিবার স্বাক্ষরিত এ সংক্রান্ত পদোন্নতির আদেশ রোববার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Advertisement

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে এই ৬৪ কর্মকর্তাকে সহকারী সচিব (ক্যাডারবহির্ভূত) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

পরবর্তী পদায়নের জন্য পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের সচিবালয়ে পদক্রমের শুরুর পদ হচ্ছে সহকারী সচিব। নন-ক্যাডার ক্যাটাগরিতে উপ-সচিবের ৯টি, সিনিয়র সহকারী সচিবের ৫৭টি এবং সহকারী সচিবের ২১০টি পদ রয়েছে।

Advertisement

এর আগে গত বছরের ১২ অক্টোবর ১৮ জন প্রশাসনিক কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

আরএমএম/জেডএ/জেআইএম

Advertisement