আন্তর্জাতিক

‘বৌদ্ধধর্মে আশ্রয় নিতে গিয়েছিলাম, কিন্তু সেখানে ধর্ষিত হলাম’

বৌদ্ধ মঠগুলোতে ধর্মগুরুরা যে যৌন নির্যাতন চালান, তা অজানা নয় বলে মন্তব্য করেছেন তিব্বতের নির্বাসিত ধর্মগুরু দালাই লামা। ১৯৯০ দশক থেকে তিনি বৌদ্ধ ধর্মগুরুদের যৌন নির্যাতনের ব্যাপারে অবগত অাছেন বলে জানিয়েছেন।

Advertisement

নেদারল্যান্ডস সফররত তিব্বতের এই আধ্যাত্মিক নেতা বলেছেন, বৌদ্ধ ধর্মগুরুরা যৌন নিপীড়ন করেন। এ কথা আমার কাছে নতুন নয়। বহু বছর আগেই আমার কাছে এ বিষয়ে অভিযোগ এসেছিল।

ইউরোপ সফরে বেরিয়ে চার দিনের জন্য নেদারল্যান্ডস রয়েছেন দালাই লামা। সেখানে তিনি বৌদ্ধ ধর্মগুরুদের হাতে যৌন লাঞ্ছনার শিকার মানুষের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন : বিয়ে না করেই মা হলেন মন্ত্রীর মেয়ে

Advertisement

এক অভিযোগকারী দালাই লামাকে বলেন, খোলা মন ও হৃদয় নিয়ে আমরা বৌদ্ধধর্মে আশ্রয় নিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে ধর্মের নামেই আমাদের ধর্ষণ করা হয়।

২৫ বছর আগেই এ বিষয়টি তার নজরে আসে বলে স্বীকার করেন দালাই লামা। এ ধরনের কাজ যারা করে, তারা বুদ্ধের দেয়া শিক্ষা গ্রহণ করতে পারেনি বলে জানান তিনি।

এসআইএস/আরআইপি

Advertisement