জাগো জবস

প্রাথমিকে নিয়োগ পরীক্ষার জন্য বাংলার সমাধান : দ্বিতীয় পর্ব

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে আবেদন শেষে এখন পরীক্ষার প্রস্তুতি চলছে। যেহেতু লিখিত পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। সে জন্য বিভিন্ন বিষয়ে চর্চার প্রয়োজন সবচেয়ে বেশি। ২০১৮ সালের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা প্রশ্নগুলোর সমাধান তুলে ধরা হলো। আজ থাকছে দ্বিতীয় পর্ব-

Advertisement

২১. ‘বঙ্গভাষা’ সনেটে মাইকেল মধুসূদন দত্ত কোন রীতি অবলম্বন করেছেন– উত্তর: শেক্সপীয়রীয় ও পেত্রার্কীয়।

২২. ‘মুখর’ এর বিপরীত শব্দ– উত্তর: মৌন।

২৩. কোনটি শুদ্ধ বানান– উত্তর: সমীচীন।

Advertisement

২৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ডিগ্রি প্রদান করে– উত্তর: সম্মানসূচক ডি.লিট।

২৫. ‘কবর’ কবিতাটি প্রথম যখন স্কুলপাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়, তখন জসীম উদদীন ছিলেন– উত্তর: বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

২৬. বাংলা ভাষার যতি চিহ্নর প্রচলন করেন– উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

২৭. ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ– উত্তর: প্রত্যয়।

Advertisement

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রস্তুতি নেবেন যেভাবে 

২৮. কবি সুফিয়া কামলের পৈতৃক নিবাস কোন জেলায়– উত্তর: কুমিল্লায়।

২৯. ‘যে নারীর সন্তান হয় না’ তাকে এককথায় কী বলে– উত্তর: বন্ধ্যা।

৩০. ‘ফেলো কড়ি, মাখো তেল’ বলতে বোঝায়– উত্তর: আব্দারহীন নগদ কারবার।

৩১. ‘সমভিব্যাহার’ শব্দের অর্থ কী– উত্তর: একত্রে গমন।

৩২. ‘কাকভূষণ্ডি’ বাগধারার অর্থ কী– উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি।

৩৩. কোনটি চাঁদের সমার্থক শব্দ নয়– উত্তর: তুরগ।

৩৪. বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ সম্পর্কিত ধারণাকে খণ্ডন করেছেন– উত্তর: আহমদ শরীফ।

> আরও পড়ুন- প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ইংরেজির প্রস্তুতি 

৩৫. কোনটি পর্তুগিজ শব্দ নয়– উত্তর: আলবেলা।

৩৬. টঙ্কার বলতে বোঝায়– উত্তর: ধনুকের ধ্বনি।

৩৭. যাকে ভাষায় প্রকাশ করা যায় না– উত্তর: অনির্বচনীয়।

৩৮. কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান কত বছর বয়সে– উত্তর: তেতাল্লিশ।

৩৯. কোন বানানটি শুদ্ধ– উত্তর: স্বায়ত্তশাসন।

৪০. ‘নকশী কাঁথার মাঠ’ কার লেখা– উত্তর: জসীম উদদীন।

এসইউ/আরআইপি