দেশজুড়ে

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত

নাটোরে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে বিরেন্দ্র নাথ পাহান (৩৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ সময় অন্তত সাত বাসযাত্রী আহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে সদর উপজেলার আহম্মেদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়র সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।

Advertisement

নিহত বিরেন্দ্র নাথ নাটোর সদর উপজেলার নবীনকৃষ্ণপুর গ্রামের নগেন্দ্র নাথ পাহানের ছেলে। তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, বেলা ১১টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সঙ্গে বিপরীতমুখি চাঁপাই এক্সপ্রেস পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস চাপায় বিরেন্দ্র নাথ পাহান নামে এক পথচারী বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন।

এঘটনায় অন্তত সাত বাসযাত্রী আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

Advertisement

রেজাউল করিম রেজা/আরএ/এমএস