দেশজুড়ে

স্যানমারে চট্টগ্রামের প্রথম ডিজিটাল হাইড আউট ‌‌থিম পার্ক

বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো ডিজিটাল থিম পার্ক এবং ফাইভ-ডি মুভি থিয়েটার। শনিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর অভিজাত শপিং মল স্যানমার ওশান সিটিতে এই থিম পার্কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

Advertisement

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশের ডিপুটি কমিশনার (সদর) শ্যামল নাথ, ডেপুটি কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ হাজারী, রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফ, বিশিষ্ট শিক্ষাবিদ সাফিয়া গাজী রহমান, নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) এবি সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, ভূমি প্রতিমন্ত্রীর একান্ত সহকারী রিদুয়ানুল করিম সায়েম, বিশিষ্ট টেলিভিশন অভিনেতা মিশু সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান তাজুল ইসলাম, দীপ্ত টেলিভিশনের ব্যুরো প্রধান লতিফা আনসারী রুনা, রাইজিংবিডি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান রেজাউল করিম প্রমুখ।

হাইড আউট থিম পার্কের উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ বলেন, ‘চট্টগ্রামে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের বিনোদন মাধ্যম হিসেবে প্রথম চালু হলো ডিজিটাল গেম জোন ও ফাইভ-ডি মুভি থিয়েটার। এখানে রয়েছে ফোর ফাইভ-ডি সিনেমা হল, ২৫টি ভিন্ন ভিন্ন অ্যাডভেঞ্চারার ডিজিটাল গেমিং ইকুইপমেন্ট নিয়ে আর্কেড জোন, ৮টি স্পেশাল ভার্চুয়াল রিয়েলিটি (ভি আর) গেম ইউনিট, ১২ আসনের ফোর-ডি মুভি থিয়েটার।’

তিনি আরও বলেন, ‘এই থিম পার্কে রয়েছে কমপক্ষে ৫০ জন শিশুর কেয়ার এবং খেলাধুলা করার উপযোগী চট্টগ্রামের প্রথম কিডস কেয়ার সেন্টার। যারা স্যানমার শপিং মলে শপিং করতে আসবেন তারা ইচ্ছে করলে তাদের শিশু সন্তানকে এখানে রেখে নিরাপদে এবং স্বস্তিতে শপিং সেরে নিতে পারবেন।’

Advertisement

এসআর