রাজনীতি

খালেদার বিষয়ে মেডিকেল বোর্ডের রিপোর্ট রোববার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে মেডিকেল বোর্ড রোববার (১৬ সেপ্টেম্বর) রিপোর্ট দিবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।

Advertisement

কারাগারে এক ঘণ্টার অধিক সময় ছিলেন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পাঁচ সদস্য। পরে কারাফটকে এসে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জন ডা. মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, বোর্ডের সদস্যরা ওনার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। বোববার (১৬ সেপ্টেম্বর) বোর্ড সদস্যরা অফিসিয়ালি রিপোর্ট দেবেন।

কী সমস্যা ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘ওনার পূর্বের যে সমস্যাগুলো ছিল যেমন আর্থাইটিস, হাঁটুতে ব্যথা ও হৃদযন্ত্রে ব্যথা রয়েছে।’

দেশের বাইরে নেয়ার ব্যাপারে জানতে চাইলে সহকারী সার্জন বলেন, ‘এ বিষয়ে বোর্ডের মতামত ছাড়া কিছু বলা যাবে না।’

Advertisement

প্রেসক্রিপশন দিয়েছে কি-না জানতে চাইলে বলেন, ‘রিপোর্ট পাওয়ার পরই সিদ্ধান্ত হবে।’

স্বাস্থ্য অবনতির দিকে যাচ্ছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটিও বোর্ডের রিপোর্ট অনুযায়ী জানা যাবে।’

কেএইচ/এএইচ/জেআইএম

Advertisement