জাতীয়

শাহজালালে ১৯ কেজি এনপিএস জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ কেজি নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

Advertisement

শনিবার (১৫ সেপ্টেম্বর) সকালে জেড এয়ারওয়েজে আসা এনপিএসের চালান বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার বলেন, গ্রিন টির আড়ালে আমদানি করা ১৯ কেজি এনপিএস জব্দ করা হয়েছে। এবার মনিপুরিপাড়া তেজগাঁওর একটি ভিন্ন ঠিকানায় ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে চালানটি পাঠানো হয়। ইন্ডিয়া ঘুরে জেড এয়ারওয়েজের মাধ্যমে ফরেন পোস্ট অফিসে আসার তথ্য পেয়ে চালানটি জব্দ করা হয়।

এর আগে শুক্রবার সকালে ১২০ কেজির পৃথক চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ছয় কার্টনে ভরা ১২০ কেজি এনপিএস ইতিপূর্বে গ্রেফতার আমদানিকারক মোহাম্মদ নাজিমের প্রতিষ্ঠানের নামেই আসে।

Advertisement

উল্লেখ্য, গত ৩১ আগস্ট বিমানবন্দর ও শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে প্রথমবারের মতো ৮৬১ কেজি এনপিএসসহ আমদানিকারক মোহাম্মদ নাজিমকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। নতুন এ মাদক এনপিএস বাংলাদেশে আমদানীর মূল হোতা নাজিম রিমান্ড শেষে কারাগারে রয়েছে।

জেইউ/এএইচ/আরআইপি