থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজের মস্তিষ্কে পানি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজপ্রাসাদের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।৮৭ বছর বয়সী রাজা ভূমিবলকে গত ৩১ মে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। কিন্তু তার স্বাস্থ্য সংক্রান্ত তেমন কোন তথ্য জানা যায় না। কিন্তু তার স্বাস্থ্য নিয়ে উদ্যোগের পর সোমবার এ বিবৃতি প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকরা রাজার মস্তিষ্কের পানির পরিমাণ কমাতে পেরেছেন। এছাড়া চিকিৎসার মাধ্যমে তার হার্টবিটও স্বাভাবিক অবস্থায় আনা হয়েছে। এখন তিনি সুস্থ্য আছেন।বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী রাজা ভূমিবলকে থাইল্যান্ডের অনেকেই দেবতুল্য গণ্য করে। যদিও রাজনৈতিকভাবে তার কোনো ভূমিকা নেই। এছাড়া রাজনৈতিক অস্থিরতাপূর্ণ থাইল্যান্ডে রাজাকে ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়।এসআইএস/এমআরআই
Advertisement