ক্যাম্পাস

ঢাবিতে ‘মানুষের জন্য বিজ্ঞান’ বিষয়ক গবেষণা পুরস্কার প্রদান

‘মানুষের জন্য বিজ্ঞান’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান উদ্ভাবনী প্রদর্শনী ও ‘মানুষের জন্য বিজ্ঞান’ বিষয়ক গবেষণা পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

শনিবার কার্জন হল মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগ, এডওয়ার্ড এম কেনেডি (ইএমকে) সেন্টার, ঢাবি সায়েন্স সোসাইটি এবং রেলেভেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি সোসাইটি, বাংলাদেশ যৌথভাবে এই আয়োজন করে।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইএমকে সেন্টারের পরিচালক লরেন লাভলেস, ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান এবং প্লাজমা প্লাস ল্যাবের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা অধ্যাপক ড. আমির হুসেইন খান।

Advertisement

অপরাহ্নে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মো. আবদুল কাইয়ুম।

এমএইচ/এমএমজেড/এমএস