সংগঠনে কেউ অনিয়ম-বিশৃঙ্খলা করলে তা সহ্য করা হবে না বলে কঠোর সতর্কতা উচ্চারণ করেছেন ছাত্রলীগের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। সম্প্রতি মধ্য বাড্ডার হোসেন মার্কেটস্থ অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের অফিস পরিদর্শনে এসে নিজের রাজনৈতিক দৃঢ়তা নিয়ে এভাবেই কথা বলেন দেশের অন্যতম বড় রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের এই নেতা।এস এম জাকির হোসাইন বলেন, বর্তমানে যাচাই বাচাই করে নেতা বানানো হচ্ছে। সেক্ষেত্রে অনুপ্রবেশকারীর সুযোগ কমে যাবে। যাদেরকে নেতা বানানো হচ্ছে তাদের জীবন বৃত্তান্ত নেয়া হচ্ছে। তাই ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব প্রক্রিয়ায় অনুপ্রবেশকারীর সুযোগ নেই। কেননা সব ক্ষেত্রে ছাত্রলীগের শেষ ঠিকানা শেখ হাসিনা।সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করতে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের সঙ্গে ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাকিরুল ইসলাম পিয়াস, ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাহবুব।জাগোনিউজ২৪.কমের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার, ব্যবস্থাপনা সম্পাদক কে এম জিয়াউল হক, সহকারী সম্পাদক ড. হারুন অর রশীদ, বিশেষ সংবাদদাতা মনিরুজ্জামান উজ্জ্বল এসময় নানা বিষয়ে জাকির হোসাইনের কাছে জানতে চান।মাগুড়ায় ছাত্রলীগ কর্তৃক গর্ভের শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জাকির বলেন, আজ থেকে ১২ বছর আগে কামরুল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এখন তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত আছেন কিনা সেটা দেখা উচিত। কমিটিতে কাদের মূল্যায়ন করা হবে এরকম প্রশ্নের জবাবে ছাত্রলীগের এই তরুণ নেতা বলেন, যারা বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসবে এবং ছাত্রলীগের আদর্শ যারা মনে-প্রাণে ধারণ করবে তাদেরকে দিয়ে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।ছাত্রসমাজের উন্নয়নে ছাত্রলীগ কি কাজ করছে জানতে চাইলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধারে ছাত্রলীগ আন্দোলন করেছে। এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা যাতে নিরাপদে পরীক্ষা দিতে পারে এজন্য ছাত্রলীগ কেন্দ্র পাহারা দিয়েছে। পাশাপাশি উন্নয়নমূলক অনেক কাজই ছাত্রলীগ অব্যাহতভাবে করে যাচ্ছে।প্রশ্ন ফাঁসের সঙ্গে ছাত্রলীগ জড়িত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এমন অভিযোগ অস্বীকার করেন জাকির। তিনি বলেন, টিআইবিকে স্পষ্ট করে বলতে হবে প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে কারা জড়িত। একতরফাভাবে ছাত্রলীগকে দায়ী করলে হবে না। যারা এসব কাজ করছে ছাত্রলীগে তাদের কোনো পদ-পদবী রয়েছে কিনা তা স্পষ্ট করে বলতে হবে। তাহলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে নির্বাচন করে নেতা বানানো হচ্ছে অথচ দীর্ঘদিন ধরে ডাকসুর নির্বাচন হচ্ছে না কেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ডাকসুর নেতা ছিলেন। এখনকার জাতীয় নেতৃত্বে অনেকেই রয়েছেন যারা ডাকসু থেকে বেরিয়ে এসেছেন। তেমনিভাবে বর্তমান প্রজন্ম ভবিষ্যতে নেতৃত্ব দেবে। ডাকসুর মাধ্যমে নেতা হতে পারলে দেশকে আরো বেশি দিতে পারবে তারা। ছাত্রলীগ ডাকসুসহ সব নির্বাচনের পক্ষে। কর্তৃপক্ষকে দ্রুত ডাকসু নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি। বন্ধু সংগঠন নিয়ে ছাত্রলীগের ভাবনা কি জানতে চাইলে জাকির বলেন, ২৪ বছর ৮ মাস ১৩ দিনে ছাত্রলীগের মতো একটা বড় সংগঠনের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছি। অথচ বন্ধু সংগঠনগুলোর নেতাদের সন্তান আমাদের সঙ্গে লেখা-পড়া করছে। তারা তো ছাত্র সংগঠনের সভাপতি হতে পারে না। নিয়মিত শিক্ষার্থী আসুক। নিয়মিতরা ক্যাম্পাসে আসলে বিশৃঙ্খলা হবে না। আমরা একসঙ্গে অবস্থান করবো। ছাত্রলীগের বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে, এ প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গড়ে ওঠা এই নেতা বলেন, এখনো কোনো চাঁদাবাজির অভিযোগ পাইনি। প্রমাণ দিতে পারলে পদক্ষেপ নেব।তিনি অভিযোগ করে বলেন, অনেকে নাম বিক্রি করে ছাত্রলীগের বদনাম করে। ছাত্রলীগ তার আদর্শিত জায়গা থেকে বিচ্যুত হবে না। সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলো আলোচনায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, সংবাদ মাধ্যম অনেক সময় ছাত্রলীগকে অন্যায়ভাবে উপস্থাপন করে। আমরা সেটি প্রত্যাশা করিনা। আমাদের ভুল থাকলে, অন্যায় থাকলে সেটি আসুক, তবে অন্যায়ভাবে সমালোচনা কাম্য নয়।ছাত্রলীগ তার অতীত ঐতিহ্য থেকে বিচ্যুত হয়নি দাবি করে ছাত্রলীগের এই নেতা বলেন, ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস ছিল, আছে, থাকবে। ছাত্রলীগের ঐতিহ্য ভবিষ্যতে আরো বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।ভিশন ও মূল চ্যালেঞ্জের বিষয়ে জানতে চাইলে জাকির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ করার পরিকল্পনা করেছেন। তার এই ভিশন বাস্তবায়নে ছাত্রলীগ কাজ করে যাবে। এজন্য তরুণরা এগিয়ে আসবে। আর তাদেরকে এগিয়ে আনার কাজ করবে ছাত্রলীগ। এক্ষেত্রে তরুণদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশেষ করে যুগের সঙ্গে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে।পরবর্তী কমিটি কি নির্বাচনের মাধ্যমে হবে? এরকম প্রশ্নের জবাবে জাকির বলেন, তিনি নির্বাচনের মাধ্যমে কমিটি করার পক্ষে। তবে সমঝোতার মাধ্যমেও আমরা কমিটি গঠন করে থাকি। আর আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান জাকির হোসাইন।ছাত্রলীগের কোনো সিন্ডিকেট নেই দাবি করে সাধারণ সম্পাদক বলেন, সংগঠনের একমাত্র সিন্ডিকেট জননেত্রী শেখ হাসিনা।নিজেকে কোথায় দেখতে চান? এরকম প্রশ্নের জবাবে জাকির বলেন, সিলেটে ছাত্রলীগ নেতৃত্বের ক্ষেত্রে অনেক পিছিয়ে ছিল। তাই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আমাকে দায়িত্ব দিয়েছেন সিলেটে ছাত্রলীগের ঘাটি তৈরি করার জন্য। তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো। পরবর্তীতে যেখানেই থাকি দেশের কল্যাণে কাজ করে যাবো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল বলেন, ছাত্রলীগে অনেক পরিবর্তন এসেছে। তবে বাম সংগঠন সমর্থিত ছাত্রীরা প্রকাশ্যে সিগারেট খেয়ে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করছে। এসবের প্রতিবাদ করতে চাইলে নারীকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির উপ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাহবুব বলেন, যারা টেন্টারবাজি করে তারা ছাত্রলীগ নয়। ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে সুবিধাভোগী একটা গোষ্ঠী এসব অপকর্ম করছে।সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান বলেন, ছাত্রলীগ নিয়ে অনেকেই নেতিবাচক আলোচনা করে থাকে। অথচ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পড়ালেখার পরিবেশ করে দিয়েছে ছাত্রলীগ।শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক বলেন, ছাত্র পরিচয় দিলে পরিবহনগুলো সম্মান জানিয়ে হাফ ভাড়া নেয়। এ পথ দিয়ে চলাচলকারী কোনো পরিবহন থেকে ছাত্রলীগ চাঁদাবাজি করে না। # হঠাৎ জাগো নিউজে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকএমএম/এসএইচএস/একে/এমআরআই
Advertisement