দেশজুড়ে

নূরের হোসেনের বান্ধবী নীলা কারাগারে

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ‘বান্ধবী’ কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস নীলাকে হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।নারায়ণগঞ্জ আদালত পাড়ায় অবস্থিত গারদখানার দায়িত্বে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিনয় জানান, আনুমানিক দুপুর ২টার দিকে নীলাকে গারদ খানায় আনা। প্রায় আধঘণ্টার মতো তিনি গারদখানায় ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। কাগজপত্র তৈরি করতে যতটুকু সময় লেগেছে ততটুকু সময়ই গারদখানায় ছিলেন নীলা। তবে এ সময় নীলার কোনো আত্মীয়-স্বজন তার সঙ্গে দেখা করতে আসেননি।এদিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার এহসান উদ্দিন চৌধুরী জানান, দুই দিনের রিমান্ড শেষে নীলাকে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement