খেলাধুলা

জানা গেল ধোনির নেতৃত্ব ছাড়ার আসল কারণ

তিনি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক। অবসরের সিদ্ধান্তও নেননি। তবে কেন মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বের চেয়ারটা ধরে রাখতে পারলেন না? হঠাৎ দায়িত্ব ছাড়ার পেছনে কারণটা কি ছিল?

Advertisement

বছর তিনেক আগে অস্ট্রেলিয়া সফরের সময় আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি। এরপর ছেড়ে দেন সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কত্ব। ধোনি দায়িত্ব ছাড়ার পর সব ফরমেটের নেতা হিসেবে ঘোষণা করা হয় বিরাট কোহলির নাম।

আসলে কেন ধোনি দায়িত্ব ছেড়েছিলেন? কি কারণে এমন সিদ্ধান্ত? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন ধোনি নিজেই। হোমটাউন রাঁচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ক্যাপ্টেন কুল বলেন, '২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে যাতে দল গড়ার কাজ শুরু করা যায়, সেই জন্যেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলাম।'

নেতৃত্ব ছাড়া নিয়ে কি কোনো আক্ষেপ আছে? সত্যিটা যা-ই হোক, ধোনি মনে করেন সঠিক সময়েই সঠিক কাজটি করেছিলেন তিনি, 'নির্দিষ্ট লক্ষ্যে দল গড়ার সময় দেওয়া উচিত নতুন অধিনায়ককে। সঠিক সময়েই ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম।'

Advertisement

শুধুমাত্র নিজের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গই নয়, ধোনি সদ্য সমাপ্ত ভারত-ইংল্যান্ড সফর নিয়েও কথা বলেছেন। বিরাট কোহলির দলের ৪-১ ব্যবধানে নাকাল হওয়ার বিষয়ে তার বিশ্লেষণ, 'সিরিজ শুরুর আগে ঠিকমতো প্রস্তুতি ম্যাচ খেলেনি জাতীয় দল। তাই ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেনি। এটা অবশ্য খেলারই অংশ। ভুললে চলবে না ভারত কিন্তু এখনও টেস্টে এক নম্বর দল।'

এমএমআর/পিআর