অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রতিদিন মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন হয় ৯৯৪ কোটি টাকা।
Advertisement
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর (চট্টগ্রাম-১২) প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এর আগে বিকাল সোয়া ৫ টায় স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
মুহিত বলেন, চলতি বছরের জুলাইয়ের হিসাব অনুযায়ী বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক গড়ে ৯৯৪ কোটি টাকা লেনদেন হয়ে থাকে। মোবাইল ব্যাংকিংয়ে সর্বমোট গ্রাহক সংখ্যা ছয় কোটি ৪০ লাখ। এরমধ্যে তিন কোটি ছয় লাখ গ্রাহক সক্রিয়ভাবে লেনদেন করছে।
এইচএস/এএইচ/পিআর
Advertisement