শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার তাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) মামলার অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সৈয়দ আহমেদ তাকে এ চিঠি পাঠান।
দুদক সূত্র জানিয়েছে, রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি আমলা এবঙ আদালতে উৎকোচ প্রদান ও সরকারি সম্পদ আত্মসাতের মাধ্যমে শত কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া জাতীয় পার্টি সরকারের অংশীদার হওয়ায় তিনি বিভিন্ন অবৈধ সুবিধা গ্রহণ করেছেন বলেও দুদকে অভিযোগ রয়েছে।
তিনি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউকের একাধিক প্লটের মালিকও হয়েছেন বলে দুদকে অভিযোগ এসেছে।
Advertisement
এআর/এএইচ/পিআর