দেশজুড়ে

কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদার জামিন নামঞ্জুর

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

Advertisement

বৃহস্পতিবার বিকেলে খালেদা জিয়ার জামিনের অধিকতর শুনানি শেষে এ আদেশ দেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম শামছুল আলম।

এর আগে গতকাল বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত জামিনের শুনানি শেষে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জামিন শুনানি মুলতবি করা হয়েছিল।

খালেদা জিয়ার জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি মোস্তাফিজুর রহমান লিটন এবং খালেদা জিয়ার পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাইফুর আলম এবং অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

Advertisement

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা সদরের পৌর এলাকার হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরের দিন চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে থানায় বিএনপি চেয়ারপারসনসহ ২০ দলের স্থানীয় ৩২ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়। মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়।

মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম