অর্থনীতি

ন্যাশনাল ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ন্যাশনাল ব্যাংকের আর্থিক অবস্থার ক্রমাবনতি ঠেকাতে ব্যাংকটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমানকে ওই পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান বরাবর এ ব্যাপারে চিঠি পাঠানো হয়েছে।ব্যাংক কোম্পানি আইনের ৪৯ ধারা অনুযায়ী এ নিয়োগ দেয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনে তাকে সব ধরনের সহযোগিতা দিতে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।চিঠিতে বলা হয়, ন্যাশনাল ব্যাংক পরিচালনা পর্ষদের বৈঠকের অন্তত তিন কার্যদিবস আগে বৈঠকের এজেন্ডা কেন্দ্রীয় ব্যাংকে পর্যবেক্ষক কাজী ছাইদুর রহমানের কাছে পাঠাতে হবে।উল্লেখ, সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের রাজধানীর গুলশান ও নিমতলী শাখায় ঋণ প্রদানে বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় গত ১ অক্টোবর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমান পদত্যাগ করেন।

Advertisement