জাতীয়

টিআইবির উদ্যোগে দুর্নীতিবিরোধী তরুণমেলা

আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ‘দুর্নীতিবিরোধী তরুণমেলার আয়োজন করছে। দুই দিনব্যাপী এই মেলা বুধবার ও বৃহস্পতিবার বাংলা একাডেমি প্রাঙ্গণ ও রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল ও নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং বৃহস্পতিবার টিআইবির ট্রাস্টি বোর্ডের মহাসচিব সেলিনা হোসেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ও টিআইবির নির্বাহী পরিচালক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। টিআইবি জানায়, বুধবার সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মূল ভবনের সামনে থেকে র্যালি বের করবে প্রতিষ্ঠানটি। এরপর সাড়ে ১০টায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হবে। দুপুর সাড়ে ১২টায় একই স্থানে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর বেলা দেড়টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী গেইম শো হবে। বিকেল ৩টায় আবার আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা হবে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান, দুর্নীতি সম্পর্কে বঙ্গবন্ধুর ভিডিও ভাষণ প্রদর্শন, নাটক, গম্ভীরা, জলের গান এবং বক্তব্য অনুষ্ঠিত হবে। এইচএস/একে/আরআইপি

Advertisement