আন্তর্জাতিক

একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আরও একবার প্রশ্নের মুখে পড়ল রেল পরিষেবা। দমদম স্টেশন থেকে অদূরে পাতিপুকুরের কাছে একই লাইনে মুখোমুখি চলে এলো দুই ট্রেন। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন দুই ট্রেনের যাত্রীরা।

Advertisement

ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ১০টার দিকে। কলকাতা স্টেশন থেকে রাত ১০টা ২৫ মিনিটে জশিডি প্যাসেঞ্জার ট্রেনটি পাতিপুকুরের দিকে আসার সময় ট্রেনটিকে সার্কুলার লাইনে দেওয়া হয়। উল্টো দিক থেকে সেসময় আসছিল হলদিবাড়ি এক্সপ্রেস।

ঠিক করা হয়েছিল যে, ওই ট্রেনটি দাঁড় করিয়ে রেখে জশিডি প্যাসেঞ্জারকে যাওয়ার পথ করে দেওয়া হবে। কিন্তু দুটি ট্রেনই একই লাইনে এগিয়ে আসতে থাকে। যদিও বিপদ বুঝে দুই ট্রেনেরই চালক বেশ খানিকটা দূরত্বে ট্রেন থামিয়ে দেন। সেই সময় দু’টি ট্রেনের মধ্যে দূরত্ব ছিল মাত্র ১০০ মিটার।

দীর্ঘ ৩৫ মিনিট একই লাইনে মুখোমুখি দাঁড়িয়ে থাকলেও স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। পরে হলদিবাড়ি এক্সপ্রেসকে পিছিয়ে নিয়ে যাওয়া হয়। জশিডি প্যাসেঞ্জার যাওয়ার পর হলদিবাড়ি এক্সপ্রেস কলকাতার দিকে আসে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভুল সিগনালের কারণে এটা ঘটে থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Advertisement

টিটিএন/আরআইপি