দেশজুড়ে

কোবরার বিষ উদ্ধার মামলা পুনঃতদন্তের নির্দেশ

বেনাপোলের আমড়াখালি চেকপোস্ট এলাকা থেকে শত কোটি টাকার কোবরা সাপের বিষ উদ্ধার মামলা পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাজাহান আলী মামলাটি তদন্তের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলাটি বিচারের জন্য স্পেশাল ট্রাইব্যুনালে বদলি হলেও চার্জ গঠনের শুনানির সময় বিচারক মামলাটির অধিকতর তদন্ত প্রয়োজন উল্লেখ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ফেরত পাঠান। এর পরই পুনঃতদন্তের এ আদেশ জারি করা হয়েছে।মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ২২ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করেন। এ সময় গাড়িটি থেকে ১শ’ কোটি ১০ লাখ টাকার কোবরা সাপের বিষ উদ্ধার ও মিলন কাজী নামে এক পাচারকারীকে আটক করা হয়। এ ঘটনায় বিজিবির সুবেদার রফিকুল ইসলাম ২৪ আগস্ট দুইজনকে আসামি করে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।বেনাপোল থানার তৎকালীন ওসি (তদন্ত) রফিকুল ইসলাম তদন্ত শেষে ২০১৫ সালের ৭ জানুয়ারি মিলন কাজীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারনামীয় অপর আসামি নাজমুল হাসান শান্তিকে অব্যাহতি দিতে আবেদন করেন। ২০ জানুয়ারি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চার্জশিট গ্রহণ করে বিচারের জন্য সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে বদলি করেন। পরবর্তীতে ওই আদালতে ট্রাইব্যুনালে আসামি নাজমুল হোসেন শাস্তির অব্যাহতি ও আলামত সাপের বিষ জিম্মার আবেদন করেন সংশ্লিষ্ট আইনজীবী। উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক মিজানুর রহমান উদ্ধার হওয়া সাপের বিষ ট্রেজারিতে জমা, বিষের পুনঃপরীক্ষা এবং মামলাটি অধিকতর তদন্তের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণের নির্দেশ দেন। নথি প্রাপ্তির পর মামলাটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। শুনানি শেষে বিচারক মামলাটি পুনঃতদন্তের জন্য বেনাপোল পোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মো. জামাল হোসেন/এসএস/এমআরআই

Advertisement