পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন প্রায় ৭০ হাজার হাজি। বুধবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯০টি ও সৌদি এয়ারলাইন্সের ৯৭টি সহ মোট ১৮৭টি ফ্লাইটে ৬৯ হাজার ৭৪০ জন হাজি দেশে ফিরেছেন।
Advertisement
মক্কা থেকে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
বুলেটিনে জানানো হয়, বুধবার পর্যন্ত মোট ১২৪ হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১০৩ জন ও নারী ২১ জন। মক্কায় ৭৯ জন, মদিনায় ১৪ জন, জেদ্দায় ৩ জন, মিনায় ১৮ ও আরাফাতে ১০ জন মারা যান।
এতে আরও বলা হয়, চলতি বছর থেকে হজযাত্রীদের জন্য স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র চালু হয়। এ পর্যন্ত ৭০ হাজার ৭০০ চিকিৎসা ব্যবস্থাপত্র ইস্যু করা হয়েছে। তার মধ্যে মক্কায় ৭৯ দশমিক ৬৯ ভাগ ও মদিনা থেকে ২১ দশমিক ২১ ভাগ ইস্যু করা হয়।
Advertisement
গত ২৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।
এমইউ/এসআর/আরআইপি