খেলাধুলা

সিরিজ হেরেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

সিরিজ হেরেছে ভারত। ব্যবধানটাও বেশ বড়, ৪-১। কিন্তু ইংল্যান্ডের মাটিতে এত বড় ব্যবধানে হেরেও টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি নিজেদের দখলেই রেখেছে বিরাট কোহলির দল।

Advertisement

ইংল্যান্ডও অবশ্য এই জয়ে উপকৃত হয়েছে। টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে তারা। ১০৫ পয়েন্ট নিয়ে এখন তালিকায় চতুর্থ অবস্থানে ইংলিশরা। ১০২ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড নেমে গেছে চতুর্থ অবস্থানে।

সিরিজ শুরুর আগে জো রুটের দল ৯৭ পয়েন্ট নিয়ে ছিল পাঁচ নাম্বারে। ভারতকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করে ৮ পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। তাতেই তারা উঠে গেছে চতুর্থ স্থানে।

এখন ইংল্যান্ড মাত্র এক পয়েন্ট পেছনে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার। সমান ১০৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া তিনে।

Advertisement

আর সিরিজ শুরুর আগে ভারতের পয়েন্ট ছিল ১২৫। তারা ১০ পয়েন্ট হারিয়েছে। তাতে এখন তাদের ১১৫ পয়েন্ট। তবু পরের দুই প্রতিদ্বন্দ্বি থেকে বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছে কোহলির দল।

এমএমআর/জেআইএম