দেশজুড়ে

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার ২

৭১’এ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহের ফুলবাড়ীয়া থেকে দুই জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, আলহাজ্ব আমজাদ হোসেন (৯০) ও রিয়াজ উদ্দিন ফকির (৬৮)। তাদের সোমবার রাতে গ্রেফতার করা হয়।ফুলবাড়ীয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব জানায়, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক দায়েরকৃত মামলায় এদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি আরো বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারের আলহাজ্ব আমজাদ হোসেন ও ভালুকজান বাজারের রিয়াজ উদ্দিন ফকিরসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৪ সালের ১২ অক্টোবর একটি মামলা (মামলা নং-৩৮) দায়ের করে। পরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে সোমবার রাতে ফুলবাড়ীয়া পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে পাঠানো হবে। এদিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক জানান, ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারদের প্রধান ছিলেন আমজাদ হোসেন ও কসাই রিয়াজ। এদের নেতৃত্বে স্থানীয় অসংখ্য বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট, ধর্ষণ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। মুক্তিযুদ্ধের সময় স্থানীয় বাঙালিদের কাছে রিয়াজ ফকির ‘কসাই’ নামে পরিচিত ছিলেন। আতাউল করিম খোকন/এসএস/পিআর

Advertisement