আইন-আদালত

সাকার ক্যাডার বিধান বড়ুয়ার ১০ বছরের জেল

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি’র দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর প্রধান সহযোগী বিধান বড়ুয়াকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

বুধবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন জানান, ২০১১ সালে বিধানের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির পাশে পুকুরপাড়ের মাটি খুঁড়ে একটি জি-থ্রি রাইফেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০১১ সালের ১৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১২ সালের ১৬ মে মাসে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। ১৪ জনের মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বিধানকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

চট্টগ্রাম জেলার এই শীর্ষ সন্ত্রাসী বর্তমানে চট্টগ্রাম কারাগারে আছেন। তার বিরুদ্ধে হত্যা, লুট এবং ধর্ষণসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। অধুনালুপ্ত এনডিপির ক্যাডার বিধান বড়ুয়া ৯০-এর দশক থেকে সাকার ডান হাত হিসেবে কাজ করেন। রাজনৈতিক প্রতিপক্ষদের দমনে বিধান বড়ুয়াকে ব্যবহার করতেন সাকা চৌধুরী। ১৯৯১ সালের পর তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে রাউজান ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন।

Advertisement

আবু আজাদ/জেএইচ/এমএস