খেলাধুলা

মরুভূমির উত্তপ্ত পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছি : মাহমুদউল্লাহ

হাতে আর মাত্র দুটি দিন। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু এশিয়া কাপ। প্রথম দিনই মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই সংযুক্ত আরব আমিরাতে ঘাঁটি গেড়ে বসেছে টাইগাররা। দলের পঞ্চপান্ডবের একজন- মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন, আরব আমিরাতের উত্তপ্ত পরিবেশ আর আর্দ্র আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টায় করছেন তারা।

Advertisement

চলতি সপ্তাহেই আরব আমিরাতের মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল। দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমিতে চলছে তাদের ট্রেনিং সেশন। সেই ট্রেনিং সেশনের ফাঁকেই কথা বললেন দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা মাহমুদউল্লাহ রিয়াদ।

মাহমুদউল্লাহর মতে, পেশাদার খেলোয়াড়দের কন্ডিশন নিয়ে অজুহাত তোলার উপায় নেই। তিনি বলেন, 'এই মূহুর্তে এখানকার আবহাওয়া বেশ আর্দ্র। তবে পেশাদার খেলোয়াড় হিসেবে আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। আমরা নিজেদের মতো করে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। আমাদের বরং এটাকে ইতিবাচক হিসেবে নিতে হবে।'

এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে 'বি' গ্রুপে। এই গ্রুপে তাদের দুই প্রতিপক্ষ-আফগানিস্তান আর শ্রীলঙ্কা। প্রথম ম্যাচটিই আবার অপেক্ষাকৃত শক্তিশালি শ্রীলঙ্কার বিপক্ষে। মাহমুদউল্লাহ অবশ্য এতে দুশ্চিন্তার কিছু দেখছেন না।

Advertisement

বরং শ্রীলঙ্কার বিপক্ষে নিকট অতীতের সাফল্যই আত্মবিশ্বাস জোগাচ্ছে দলকে, জানিয়েছেন এই ব্যাটসম্যান, 'কয়েক মাস আগেও শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো করেছি। তবে শ্রীলঙ্কা খুব ভালো দল, তারা ভালো ক্রিকেট খেলছে। তাদের হারাতে হলে আমাদের সেরাটাই দিতে হবে। দেশে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়েছি। আশা করছি, মাঠে সেটার প্রয়োগ দেখাতে পারব।'

সংযুক্ত আরব আমিরাতে অনেক বাংলাদেশি রয়েছেন। এটাকেও বাড়তি প্রাপ্তি মনে করছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন, দর্শক সমর্থন দলকে ভালো করতে উদ্বুদ্ধ করবে, 'আশা করছি, আমরা এখানে ভালো দর্শক সমর্থন পাব। কারণ এখানে অনেক বাংলাদেশি রয়েছেন। আশা করি তারা মাঠে আসবেন এবং আমাদের সমর্থন দেবেন। তাদের এই সমর্থন আমাদের ভালো করতে উদ্ধুদ্ধ করবে।'

এমএমআর/এসএম

Advertisement