ধর্ম

মদিনার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় যাচ্ছে হোসাইন

সিলেটের সন্তান হাফেজ হোসাইন আহমদ। মুসলমানদের হৃদয়ের স্পন্দন সৌদি আরবের পবিত্র শহর মদিনার মসজিদে নববিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এই প্রথমবারের মতো মসজিদে নববিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা।

Advertisement

হাফেজ ক্বারি নেছার আহমদ আন-নাছিরির তত্ত্বাবধানে পরিচালিত রাজধানীর যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ হোসাইন আহমদ। হাফেজ নেছার আহমদ আন-নাছিরি তাঁর ছাত্র হাফেজ হোসাইন আহমদের জন্য দেশবাসীর দোয়া কামনা করছেন।

উল্লেখ্য যে, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা থেকে এর আগেও ৮ বার সৌদি আরবের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় এই মাদ্রাসার ছাত্ররা সাফল্য লাভ করেছে। বিশেষ করে এ মাদ্রাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম বিশ্বের ১০৩ টি দেশের প্রতিনিধিদের সঙ্গে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছিলো।

হাফেজ হোসাইন আহমদও দেশবাসীর কাছে কুরআনের তেলাওয়াতে সফলতা লাভ করার জন্য দোয়া কামনা করছেন।

Advertisement

আল্লাহ তাআলা হাফেজ হোসাইনকে কুরআন প্রতিযোগিতায় সাফল্য লাভ করে দেশের সুনাম অর্জন করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম