কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় সড়ক দুর্ঘটনায় আজ ফের তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হারবাং ইনানী রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
রেইনবো কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান যাত্রীবাহী ইজিবাইককে (টমটম) ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি কেউ।
খবর পেয়ে চিরিংঙ্গা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক নুরে আলম।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো (ঢাকামেট্রো-ম-১১-৪৪১৪) কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে যাওয়া চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে এর যাত্রীরা সবাই সড়কে সিটকে পড়ে গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
Advertisement
চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শোভন দে বলেন, ঘটনাস্থলে মারা যাওয়া দুজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আহত অপরজনকে হাসপাতালে আনার পর মারা যান। কিন্তু কারোরই পরিচয় জানা সম্ভব হয়নি।
চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর দুটি মরদেহ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ও একটি হাসপাতালে রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার চকরিয়া বরইতলী রাস্তার মাথায় যাত্রীবাহী বাস ও লেগুনার (ম্যাজিক গাড়ি) সংঘর্ষে ৭ জন নিহত হন। এ ঘটনার ২৪ ঘণ্টা না যেতেই বুধবার ফের দুর্ঘটনা ঘটলো।
সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি
Advertisement