নাশকতার মামলায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খানসহ ৮ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতে উপজেলা বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ৯ নেতাকর্মী আত্মসমর্পণের পর জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. আনোয়ারুল হক তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার এজহারে নাম না থাকায় বিএনপি নেতা নাসির জমাদ্দারের জামিন মঞ্জুর করা হয়।অন্য নেতাকর্মীরা হলেন, মকবুল খান, কুদ্দুস মিয়া, নজরুল ইসলাম, সিরাজ সিকদার, শাহিন সিকদার, শাহজাহান খান ও রুহুল তালুকদার।জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. ফারুক হোসেন মামলার নথির বরাত দিয়ে জানান, গত ২৬ জানুয়ারি সরকার বিরোধী আন্দোলন চলার সময় বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পেয়ারপুর-গোমা সড়কে আগুন জ্বালিয়ে জনগণকে ভয় ভীতি ও যান চলাচলে সৃষ্টি করা হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার দাস বাদী হয়ে নাশকতার একটি মামলা দায়ের করেন। মামলায় বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০ জনকে আসামি করা হয়।উপজেলার শর্শী তদন্তকেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন গত ১৫ মে ২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। এরপর থেকে বিএনপি নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। এ কারণে আদলত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সাইফ আমীন/এসএস/আরআইপি
Advertisement