জাতীয়

২০টি ড্রেজার কিনবে সরকার

২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার কিনবে সরকার। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এর অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা সচিব সফিকুল আজম প্রমুখ।মন্ত্রী বলেন, ব্যয়ের পুরো তহবিল যোগান দিবে সরকার। এটি নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ ( বিআইডব্লিউটিএ) বাস্তবায়ন করবে। আর মেয়াদকাল ২০১৫ জুলাই থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত।এ প্রকল্পের আওতায় রয়েছে- ২৬ কাটার সাকশন ড্রেজার ৬টি, ২০ কাটার সাকশন ড্রেজার ৯টি, ১৮ কাটার সাকশন ড্রেজার ৫টি, ক্রেন বোট ২০টি, টাগ বোট ৮টি, ক্রু-হাউজ বোট ২০টি, অফিসার্স হাউজবোট ৮টি, ইনল্যান্ড সার্ভে ভেসেল ৫টি, সার্ভে ওয়ার্ক বোট ১০টি, পাইপ ক্যারিং বার্জ ১২৩টি, ওয়েল বার্জ ৫টি, ওয়াটার বার্জ ৪টি এবং ৩ হাজার ২০০ শোর পাইপ টি।এসএ/আরএস/এমআরআই

Advertisement