বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. সিদ্দিকুর রহমান নবম বিশ্ববিদ্যালয় মঞ্জুুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদক ২০১৬ পেয়েছেন। উচ্চ শিক্ষাক্ষেত্রে মৌলিক গবেষণা ও প্রকাশনায় অনবদ্য অবদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তাকে এ সম্মাননা প্রদান করেন।
Advertisement
মঙ্গলবার বিকেল ৩টার দিকে ঢাকার প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত ৯ম ‘ইউজিসি স্বর্নপদক’ প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছ থেকে এ স্বর্ণপদক গ্রহণ করেন তিনি। এবারসহ তিনি তৃতীয়বারের মতো এ স্বর্ণপদক পেলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩৫ জন শিক্ষককে এই সম্মাননা প্রদান করা হয়।
Advertisement
মো. শাহীন সরদার/আরএ/আরআইপি