নিজ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আবরও বিবাদের রাস্তায় হাঁটলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। হঠাৎ করে পেমেন্ট সংক্রান্ত বিষয়ে বোর্ড কর্তা এবং ক্রিকেটারদের মধ্যে ঠাণ্ডা লড়াই শুরু হয়েছে।দলের এক সিনিয়ার ক্রিকেটার জানিয়েছেন, ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ডের কর্তারা নাকি পেমেন্টের ৭৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্ত হয়েছে দল ভারতে চলে আসার পর। এখানে তারা পাঁচটি ওয়ান-ডে, তিনটি টেস্ট এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যদি পেমেন্টের ক্ষেত্র এরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে ক্রিকেটাররা সিরিজ বয়কট করতে বাধ্য হবেন।এই ইস্যুতে ক্রিকেটারদের পাশে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স অ্যাসোশিয়েস। এই সংস্থার প্রধান তথা প্রাক্তন ক্যারিবিয়ান ওপেনার ওয়াভেল হিন্ডস খেলোয়াড়দের নৈতিক সমর্থন করেছেন।বুধবার কোচিতে প্রথম একদিনের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজের।
Advertisement