জাতীয়

গ্রিন টি বলে ডাকযোগে এনপিএস আমদানি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও বৈদেশিক পার্সেল শাখা থেকে ১৬০০ কেজি নতুন মাদক নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) জব্দ করেছে সিআইডি।

Advertisement

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ডিআইজি মো. শাহ আলম বলেন, ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে দেশে মাদক নিয়ে আসছে। অভিযানে শাহজালালের জিপিওর বৈদেশিক পার্সেল শাখা থেকে ৯৬টি কার্টনে ২০টি ঠিকানায় 'গ্রিন টি' নামে এনপিএস আনা হয়েছিল। এগুলোর আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

তিনি বলেন, যে ঠিকানা দেয়া হয়েছে সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। যেহেতু এগুলো পোস্ট অফিসের মাধ্যমে এসেছে, কোনো বহনকারী নেই। তবে যারাই জড়িত থাকবে কাউকে ছাড় দেয়া হবে না।

ইতিপূর্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং কাস্টমস এ মাদকগুলো জব্দ করেছে। সেই মামলাগুলো সিআইডি দেখবে কি-না জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করে কাজ করা হবে।

Advertisement

এনপিএস মাদক পানিতে গুলিয়ে অথবা চিবিয়ে সেবনের পাশাপাশি ইয়াবার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় বলে ধারণা সিআইডির।

মামলা তদন্তের বিষয়ে ডিআইজি শাহ আলম বলেন, মাত্র মামলাটি হয়েছে। তদন্তে জড়িত দেশি-বিদেশি চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পারব।

এআর/এএইচ/এমএস

Advertisement