দেশজুড়ে

না.গঞ্জে জামায়াতের সেক্রেটারি কারাগারে

জামায়াত ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড.মাঈনুদ্দিন আহম্মেদকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা থানার তিনটি বিস্ফোরক আইনের মামলায় আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম শফিকুল ইসলাম তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন জাগো নিউজকে জানান, জামায়াত নেতা মাঈনুদ্দিনের বিরুদ্ধে তিনটি বিস্ফোরক আইনে মামলা হয়েছিল। এ মামলায় মহামান্য হাইকোর্ট থেকে পাঁচ সপ্তাহের জামিন নিয়েছিলেন তিনি। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে হাজির হন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন জাগো নিউজকে জানান, মাইনুদ্দিন উচ্চ আদালতের দেয়া জামিনের সময় শেষ হওয়ায় নিম্ন আদালতে হাজির হলে তার পক্ষে জামিন আবেদন করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।উল্লেখ্য বিএনপি, জামায়াতসহ ২০দলীয় জোটের ডাকা সরকার বিরোধী আন্দোলনে গাড়ি ভাঙচুরসহ বিভিন্ন নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড.মাঈনুদ্দিন আহম্মেদ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সদর ও ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছিলো।   মো. শাহাদাৎ হোসেন/এমজেড/এমএস

Advertisement