ক্যারি অন পদ্ধতি চালুর দাবিতে রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সরকারি ও বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, ২০০২ সালের কারিকুলামে শিক্ষার্থীরা প্রথম পেশাগত পরীক্ষার কোনো বিষয়ে উত্তীর্ণ না হলেও নিয়মিত ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস ও পরীক্ষা দিতে পারতেন। কিন্তু ২০১৩ সালের নতুন কারিকুলামে কোনো বিষয়ে অকৃতকার্য হলে নিয়মিত ব্যাচের চেয়ে শিক্ষার্থীকে ৬ মাস পিছিয়ে যেতে হবে। শিক্ষার্থীরা আরো বলেন, এ অবস্থায় অকৃতকার্যদের জন্য নতুন একটি ব্যাচ তৈরি হবে। তবে তাদের কোনো ব্যাচ নম্বর থাকবে না। এতে চিকিৎসক সঙ্কট দেখা দেবে। তাদের পড়াশোনারও ক্ষতি হবে।মানববন্ধনে রাজশাহী মেডিকেল কলেজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রয়েল প্যারা মেডিকেল কলেজ, শাহ মখদুম মেডিকেল কলেজসহ বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শাহরিয়ার অনতু/এসএস/পিআর
Advertisement