ভোর সাড়ে ৫টা। মাত্র আধ ঘণ্টা আগে ফজরের নামাজ শেষ হয়েছে। পূব আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। বিশ্বের বিভিন্ন দেশের হাজিরা কেউ মসজিদ থেকে বেরিয়ে আসছেন কেউ আবার মসজিদ চত্বরে বসে মাসলা-মাসায়েল নিয়ে আলোচনা করছেন।
Advertisement
হঠাৎ চত্বরজুড়ে প্লেন টেক করার পূর্ব মুহূর্তে যেমন শব্দ হয় তেমন এক ধরনের শব্দ শুনে সবাই অবাক বিস্মিত চোখে ওপরের দিকে তাকিয়ে রইলেন।
গোটা চত্বর জুড়ে পদ্ম ফুল ফোটার মতো ছাতাগুলো পাখা মেলতে লাগলো। অভাবনীয় ছাতা মেলার দৃশ্যটি মদিনা আল মনোয়ারার মসজিদে নববী চত্বরের। কিছুক্ষণের মধ্যে গোটা চত্বর অসংখ্য ছাতার ছায়ায় ঢাকা পড়লো।
এ দৃশ্য আজ (মঙ্গলবার) ভোরে মসজিদে নববীর চত্বরের।
Advertisement
সৌদি আরবের তাপমাত্রা বেশি হওয়ায় হাজি-মুসল্লিদের গরম থেকে বাঁচাতে মোটরচালিত বিশাল আকারের ছাতাগুলো চত্বরে লাগানো রয়েছে। ফজরের নামাজের পর থেকে এশার নামাজের আগে পর্যন্ত ছাতাগুলো খোলা থাকে। এরপর ফজরের আগে পর্যন্ত সেগুলো বন্ধ রাখা হয়।
ফজলুর রহমান নামে একজন হাজি জানান, ছাতাগুলো দেখতে খুবই সুন্দর। যখন ছাতাগুলো খুলতে থাকে তখন মনে হয় যেন পদ্ম ফুটেছে।
এমইউ/এমবিআর/জেআইএম
Advertisement